বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

হংকংয়ের বিতর্কিত বহিঃসমর্পণ বিল প্রত্যাহার

মূল ভূখন্ড চীনে বহিঃসমর্পণের সুযোগ রেখে করা প্রস্তাবিত বিলটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে হংকংয়ের আইনসভা। গতকাল হংকংয়ের পার্লামেন্টের এ পদক্ষেপে গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির একটি পূরণ হলো, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এরপরও শহরটিতে প্রায় পাঁচ মাস ধরে চলা অস্থিরতার অবসান হবে না বলে ধারণা পর্যবেক্ষকদের। আন্দোলনকারীদের দাবির মধ্যে আরও আছে- এতদিন ধরে চলে আসা প্রতিবাদ কর্মসূচিকে ‘দাঙ্গা’ হিসেবে অভিহিত না করা, গ্রেফতার হওয়া ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি ও ক্ষমা, বিক্ষোভে পুলিশি বর্বরতার নিরপেক্ষ তদন্ত এবং সার্বজনীন ভোটাধিকার নিশ্চিত করা। চার মাসেরও বেশি সময় ধরে চলা এ আন্দোলনে প্রতিবাদকারীরা চীন-শাসিত নগরীটির অসংখ্য সরকারি ভবন ভাঙচুর করেছে ও পুলিশের দিকে পেট্রলবোমা ছুড়েছে।

লামকে সরানোর পরিকল্পনা চীনের : হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে চীন। লামের আসনে একজন অন্তর্বর্তীকালীন নেতাকে বসানো হবে। আর এটা আগামী মার্চের মধ্যেই।

সর্বশেষ খবর