বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বরিসের ব্রেক্সিট বিলে ‘হ্যাঁ’ সময়সীমায় এমপিদের ‘না’

প্রথম ভোটে পাস করে গেলেও দ্বিতীয় ভোটে আটকে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার  ব্রেক্সিট চুক্তি কার্যকর করতে তার আনা প্রথম প্রস্তাব অনুমোদন করায় প্রথমে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছিলেন তিনি। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। কারণ এর কয়েক মিনিট পর দ্বিতীয় এক প্রস্তাবের মাধ্যমে সংসদ গোটা প্রক্রিয়ার জন্য আরও সময় আদায় করতে চেয়েছিল। বিরোধীদের যুক্তি, মাত্র তিন দিনের মধ্যে এমন জটিল ও গুরুত্বপূর্ণ চুক্তি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এখন ব্রেক্সিট পিছিয়ে দেওয়া ছাড়া আর কোনো আপাতত রাস্তা খোলা নেই।

সর্বশেষ খবর