রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বিশ্বের ১৫ দূষিত শহরের ১২টিই ভারতে

বিশ্বের ১৫ দূষিত শহরের ১২টিই ভারতে

পরিবেশ দূষণ, শিক্ষার অবনতি আর প্রশাসনে লাল ফিতার দৌরাত্ম্য- এ তিনটি সমস্যায় জর্জরিত ভারত। সম্প্রতি প্রকাশিত সংখ্যায় এমনই মন্তব্য করেছে বিখ্যাত পত্রিকা ‘দি ইকোনমিস্ট’। তিনটির মধ্যে পরিবেশ দূষণকেই গুরুত্ব দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। একটি মারাত্মক তথ্য দিয়ে বলা হয়েছে, সারা বিশ্বে যে ১৫টি শহরে দূষণ সবচেয়ে বেশি, তার ১২টিই ভারতে অবস্থিত। ১২টি দূষিততম ভারতীয় শহরের তালিকায় আছে- গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদ, ভিওয়ান্দি, নয়ডা, পাটনা, লখনৌ, দিল্লি, যোধপুর, মুজফফরপুর, বারানসি ও মোরাদাবাদ। অন্য দূষিততম শহরগুলোর মধ্যে আছে পাকিস্তানের ফয়সালাবাদ ও লাহোর এবং চীনের হোতান। ভারতে পানির মানও খুব খারাপ। ১২২টি দেশের পানির মান নিয়ে এক সমীক্ষায় ভারতকে স্থান দেওয়া হয়েছে ১২০ নম্বরে।

 

সর্বশেষ খবর