সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সূর্যটাকে ছিঁড়েখুঁড়ে খেয়ে ফেলল কৃষ্ণগহ্বর

সূর্যটাকে ছিঁড়েখুঁড়ে খেয়ে ফেলল কৃষ্ণগহ্বর

মহাকাশে প্রতিমুহূর্তে যে কতো কিছু ঘটছে তার ইয়াত্তা নেই। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘ট্রানজিটিং এক্সপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (টেস)’-এর টেলিস্কোপে সম্প্রতি ধরা পড়েছে এক মহাকা-। এক মহাকায় ব্লাকহোল ছিঁড়েখুঁড়ে গিলে ফেলছে সূর্যের মতো বড় একটি নক্ষত্রকে। শুরু থেকে শেষ পর্যন্ত অ™ভুদ এ ঘটনা ধরা  পড়েছে মার্কিন গ্রহসন্ধানী দূরবীক্ষণ যন্ত্রে। টেস-এর ওই মিশনের প্রধান টমাস হোলিয়েন অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে তাদের এ বিরল অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, ‘মহাজাগতিক এমন একটি অসাধারণ ঘটনা ভাগ্যের জোড়ে আমরা দেখতে পেলাম। সত্যিই এটা অদ্ভুদ ও খুবই ভালো। এ জন্যই বিজ্ঞানকে নিরন্তর এগিয়ে নিয়ে যাওয়া জরুরি।’  ব্লাকহোল বা কৃষ্ণগহ্বর এমন একটি জিনিস যার চৌম্বক ক্ষমতা এতো বেশি যে কেউ এর সংস্পর্শে এলে সে গহ্বরের ভিতরে হারিয়ে যায়। সহজ ভাষায় সে তাকে খেয়ে ফেলে। তারাকে খেয়ে ফেলার ঘটনাটি ঘটেছে আমাদের ছায়াপথের মাঝামাঝি, ৩৭ কোটি ৫০ লাখ আলোকবর্ষ দূরে। অর্থাৎ ঘটনাটিও কিন্তু ঘটেছে ৩৭ কোটি ৫০ লাখ বছর আগে। কারণ, সেখান থেকে আলো এসে পৌঁছতেই ওই সময়ই যে লেগেছে।

ঘটনাটি উপলব্ধি করার পর থেকে নজর রাখা হচ্ছিল বিভিন্ন দেশের টেলিস্কোপে। তার পরে চূড়ান্ত দায়িত্ব দেওয়া হয় টেস-কে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর