সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ফের রামমন্দির নির্মাণের ঘোষণা বিজেপি নেতার

বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণ প্রসঙ্গে ফের সরব বিজেপি সংসদ সদস্য সাক্ষী মহারাজ। আগামী ৬ ডিসেম্বরের মধ্যেই রামমন্দিরের কাজ শুরু হবে বলে ফের জানালেন তিনি। এর আগে গত ১৭ অক্টোবর মামলার শুনানি শেষে তিনি এই ঘোষণা দেন। ঘটনাচক্রে, ১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ যেদিন ভেঙে ফেলা হয়, সেই তারিখটি ছিল ৬ ডিসেম্বর। সেদিকে ইঙ্গিত করে সাক্ষী মহারাজ বলেন, ‘যেদিন এই কাঠামোটিকে (বাবরি মসজিদ) ভেঙে দেওয়া হয়েছিল, সেই তারিখেই মন্দির নির্মাণ শুরু করা উচিত। এটাই যুক্তিযুক্ত।’ ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পর থেকেই রামমন্দিরের কথা ঘোষণা করেছিল গেরুয়া শিবির। এই মামলার রায় হওয়ার কথা ১৭ নভেম্বরের মধ্যে। তার আগেই এই নিয়ে দ্বিতীয়বারের মতো সরব হলেন বিজেপির সাংসদ সাক্ষী মহারাজ। প্রায় ১৫০ বছর ধরে এই স্থান ঘিরে বিতর্ক চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর