সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আন্দোলনের মুখে চিলির মন্ত্রিসভা ভেঙে দিলেন প্রেসিডেন্ট

বিক্ষোভকারীদের দাবির মুখে মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন অর্থনৈতিক ও সামাজিক সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তয়ান পিনইয়েরা। ‘নতুন দাবিগুলোর মুখে, মন্ত্রিসভা পুনর্গঠনে আমি সব মন্ত্রিদের নোটিস দিয়েছি,’ বলেছেন তিনি। মন্ত্রিসভা ভেঙে দিলেও কোন প্রক্রিয়ায় সরকার চালানো হবে পিনইয়েরা তার কোনো ইঙ্গিত দেননি বলে জানিয়েছে বিবিসি। দেশটির রাজধানী সান্তিয়াগোতে শুক্রবার ১০ লাখেরও বেশি মানুষের শান্তিপূর্ণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির পর প্রেসিডেন্ট মন্ত্রিসভা  ভেঙে  দেওয়ার ঘোষণা দিলেন। পিনইয়েরা বলেছেন, তিনি রাস্তা থেকে ওঠা গণদাবি শুনতে পেয়েছেন। ‘আমরা এখন এক নতুন বাস্তবতায়। এক সপ্তাহ আগেও চিলি যা ছিল, এখন তার চেয়ে একেবারেই আলাদা,’ বলেছেন তিনি। মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পাশাপাশি গত সপ্তাহে  বিভিন্ন শহরে জারি করা কারফিউ তুলে নেওয়ার ঘোষণাও দেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর