বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

যে কারণে বাগদাদির অন্তর্বাস চুরি করেছিল গুপ্তচর

মার্কিন সেনাবাহিনীর ফাঁদে পা ফেলে নিহত হয়েছেন জঙ্গিগোষ্ঠী আইএস প্রধান আবু বকর আল বাগদাদি। রবিবার এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মার্কিন সেনাবাহিনীর রুদ্ধশ্বাস অভিযানের ঠিক আগেই বাগদাদির অন্তর্বাস চুরি করে নিয়ে যায় মার্কিন সেনা নিয়োজিত এক কুর্দি গুপ্তচর। কিন্তু কেন চুরি করা হয়েছিল বিশ্বের ভয়ঙ্কর জঙ্গির অন্তর্বাস? এই প্রশ্নের উত্তরে জানা গেল- বাগদাদি বারবার তার ডেরা পরিবর্তন করে গেছে। এ কারণে তার সাম্প্রতিক অবস্থান খুঁজে বের করার জন্য একটা প্রমাণ দরকার ছিল ট্রাম্প প্রশাসনের। পেন্টাগন জানিয়েছে, বাগদাদির মৃত্যুর পর তার ডিএনএ টেস্ট করে তবেই মৃত্যু সংবাদ নিশ্চিত করতে হতো মার্কিন সেনাবাহিনীকে। সে কারণে আগে থেকেই বাগদাদির অন্তর্বাস মার্কিন সেনাবাহিনীর হাতে থাকলে ডিএনএ টেস্টের ফলাফল মিলিয়ে বাগদাদির মৃত্যু নিশ্চিত করা সহজ হবে। এমন ভাবনা থেকেই বাগদাদির অন্তর্বাস চুরি করা হয়।

সর্বশেষ খবর