বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ট্রাম্পের ইমপিচমেন্ট তদন্তে ভোটাভুটি কাল

জঙ্গি সংগঠন আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে হত্যার ঘোষণা দিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই ফুরফুরে মেজাজ বেশিক্ষণ স্থায়ী হলো না। দুশ্চিন্তার মেঘ ঘিরে ধরেছে তাকে। তাকে ইমপিচমেন্ট করার জন্য তদন্ত শুরুর বিষয়ে আগামীকালই প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হবে। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিরোধী ডেমোক্র্যাট দলের আধিপত্য রয়েছে। ইমপিচমেন্টের জন্য ডেমোক্র্যাট দল তদন্ত করতে চাইলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রিপাবলিকান দলের সহযোগীরা এ প্রচেষ্টাকে অবৈধ এবং বেআইনি বলে প্রচারণা চালিয়ে আসছেন। এ কারণে ট্রাম্পের ব্যাপারে তদন্ত শুরু করা যায়নি। কিন্তু প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা যদি ভোটের মাধ্যমে তদন্ত প্রক্রিয়া শুরুর বিষয়টি পাস করতে পারেন তাহলে ট্রাম্প এবং তার সহযোগীদের ওই দাবি প্রত্যাখ্যাত হবে এবং তদন্ত শুরু হবে।

 

সর্বশেষ খবর