বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ইউরোপের এমপিদের কাশ্মীর দেখাল ভারত

ইউরোপের এমপিদের কাশ্মীর দেখাল ভারত

বিশেষ মর্যাদা বাতিলের পর আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে অধিকৃত কাশ্মীর সফরে এসেছেন ইউরোপের বিভিন্ন দেশের কট্টর ডানপন্থি দলের প্রায় ৩০ জন এমপি। গতকাল ইউরোপের বিভিন্ন দেশের কট্টর ডানপন্থি বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ৩০ জন এমপি ভারতের বেসরকারি একটি সংস্থার আমন্ত্রণে কাশ্মীর সফর করছেন।

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে এই উপত্যকা। ভারত সরকারের সমর্থনে ইউরোপের এই এমপিরা কাশ্মীর সফরে গেলেও ইউরোপীয় পার্লামেন্ট এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সংশ্লিষ্টতা না থাকায় সফর নিয়ে কিছু কূটনৈতিক প্রশ্ন দেখা দিয়েছে। সোমবার পর্যন্ত নয়াদিল্লিতে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশের দূতাবাসও এই সফরের ব্যাপারে জানত না। ইউরোপের বিভিন্ন দেশের যে এমপিরা এসেছেন তারা মূলত পোল্যান্ড, ফ্রান্স এবং ব্রিটেনের কট্টর ডানপন্থি রাজনৈতিক দলের সদস্য। সোমবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নপ্রন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন তারা।

সর্বশেষ খবর