বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

কারও জীবনের নিশ্চয়তা দিতে পারবেন না ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কারও জীবনের নিশ্চয়তা তিনি দিতে পারবেন না। ইমরান বলেন, ‘জীবনমৃত্যু পুরোপুরি সৃষ্টিকর্তার হাতে। আমরা  কেবল চেষ্টা করতে পারি।’ গত শনিবার অসুস্থতার কারণে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আল জিজিয়া মামলায় গতকাল পর্যন্ত জামিন দিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট। ওই জামিন শুনানিতে হাই কোর্টের একটি বেঞ্চ নওয়াজ শরিফের স্বাস্থ্যের দায়িত্ব  নেওয়ার কথা বলেন সরকারের প্রতিনিধিদের। এরই পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন ইমরান খান। দ্য ডন অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সোমবার একটি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমি একটি সংবাদে পড়েছি যে আদালত ফেডারেল এবং প্রাদেশিক সরকারকে জিজ্ঞাসা করেছে যে তারা আজ (কাল মঙ্গলবার) পর্যন্ত নওয়াজের জীবনের নিশ্চয়তা দিতে পারবে কি না।’ ইমরান বলেন, ‘কাল পর্যন্ত আমি আমার নিজের জীবনেরই নিশ্চয়তা দিতে পারব না। তাহলে আমি কীভাবে আরেকজন মানুষের জীবনের নিশ্চয়তা দেব?’

শনিবার হাই কোর্ট নওয়াজ শরিফের অন্তর্র্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। নওয়াজের শারীরিক অবস্থা ভালো

সর্বশেষ খবর