বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

লেবাননে প্রধানমন্ত্রীর পদত্যাগ

লেবাননে প্রধানমন্ত্রীর পদত্যাগ

সাদ আল-হারিরি

লেবাননে সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলনে সৃষ্ট সংকট মোকাবিলায় শেষ পর্যন্ত চেষ্টা করেও ব্যর্থ হওয়ার কথা জানিয়ে লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি পদত্যাগ করেছেন। মঙ্গলবার টেলিভিশনে  দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। বৈরুতে সরকারবিরোধী বিক্ষোভে হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের সমর্থকদের হামলা ও আন্দোলনকারীদের একটি ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার কিছু সময় পর হারিরি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার এ ঘোষণা দেন। ‘১৩ দিন ধরে লেবাননের জনগণ অর্থনীতির ক্রমাবনতি রোধে একটি রাজনৈতিক সমাধানের সিদ্ধান্ত জানতে অপেক্ষা করেছে। জনগণের কথা শুনে এই সময়ের মধ্যে একটি সমাধান বের করার চেষ্টা করেছি আমি। লেবাননের সংবিধান অনুযায়ী, পদত্যাগ করলেও নতুন সরকার গঠনের আগ পর্যন্ত বর্তমান সরকারই অন্তর্র্বর্তীকালীন দায়িত্ব পালন করবে। হারিরির পদত্যাগের পরপরই নতুন সরকার গঠনের আলোচনা শুরু হয়েছে। হারিরির পদত্যাগ  লেবাননকে একটি অনিশ্চিত চক্রের দিকে ঠেলে দিতে পারে।

সর্বশেষ খবর