বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জম্মু-কাশ্মীর ও লাদাখ আজ থেকে কেন্দ্রশাসিত

কলকাতা প্রতিনিধি

আজ ৩১ অক্টোবর, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৪তম জন্মবার্ষিকী। এ দিনেই আনুষ্ঠানিকভাবে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করবে জম্মু-কাশ্মীর ও লাদাখ। গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারায় জম্মু-কাশ্মীরকে প্রদান করা বিশেষ মর্যাদা খারিজ করে রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্র শাসিত অঞ্চল (জম্মু-কাশ্মীর ও লাদাখ) গঠন সম্পর্কিত একটি বিল পাস হয়। যদিও দুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের তরফে কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। কেন্দ্রের তরফে জম্মু-কাশ্মীর ও লাদাখ রাজ্য প্রশাসনকে নতুন লেফটেনন্যান্ট গর্ভনরের শপথ গ্রহণ অনুষ্ঠানের বন্দোবস্ত করতে বলা হয়েছে। সেই দুটিও খুবই সাধারণ মানের করা হবে।  এদিকে ইইউ এমপিদের এক প্রতিনিধি দল জম্মু-কাশ্মীর সফরের পর ভারতের পদক্ষেপকে সমর্থনের ঘোষণা দেয়।

 

সর্বশেষ খবর