শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘বাগদাদি বধের’ ভিডিও প্রকাশ ক্লিপিংস ঘিরে বিতর্ক

‘বাগদাদি বধের’ ভিডিও প্রকাশ ক্লিপিংস ঘিরে বিতর্ক

কীভাবে অভিযান চালিয়েছিল মার্কিন সেনা? শীর্ষ আইএস জঙ্গি আবু বকর আল বাগদাদির আস্তানা কেমন ছিল, ধ্বংস করে দেওয়ার পরেই বা কেমন চেহারা নিয়েছে। অপারেশন বাগদাদির এ গোটা পর্বের ভিডিও প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদফতর পেন্টাগন। মার্কিন সেনারা কীভাবে ঘিরে ফেলেছিল বাগদাদির আস্তানা এবং কীভাবে আকাশ পথে হামলা চালানো হয়েছিল, তার মোটামুটি একটা ছবি ধরা পড়েছে ওই ভিডিওতে। সেই সঙ্গে বেশ কিছু ছবিও প্রকাশ করা হয়েছে মার্কিন প্রশাসনের তরফে। ভিডিওটি প্রকাশ করেন ইউএস সেন্ট্রাল কমান্ডের কমান্ডার কেনেথ ম্যাকেঞ্জি। সাংবাদিক সম্মেলনে বাগদাদির আস্তানায় অভিযানের ভিডিও দেখানোর পরে সংবাদ মাধ্যমের হাতে তুলে দেন ওই ভিডিও ও ছবি। ভিডিওটি সাদাকালো।

আকাশ থেকে তোলা ভিডিওটিতে দেখা যাচ্ছে, উঁচু দেওয়াল ঘেরা একটি কম্পাউন্ড। সেটির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মার্কিন সেনারা। ওই আস্তানার আশপাশে থাকা কিছু মানুষকেও দেখা যাচ্ছে। ভিতরেও দু-একজনের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে। ম্যাকেঞ্জির দাবি, মার্কিন বিমান লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা হয়েছিল। এর কিছুক্ষণ পরেই দেখা যায়, ওপর থেকে ওই বাড়িটির ওপর একের পর এক বোমা পড়ছে। তার পরেই বাড়িটি পুরো কালো ধোঁয়ায় ঢেকে যায়। ভিডিওর পরের অংশে দেখা যাচ্ছে, ওই আস্তানা তথা উঁচু দেওয়ালঘেরা বাড়িটি পুরো ধুলিসাৎ হয়ে যায়। ম্যাকেঞ্জির দাবি, অভিযানের সময় বাগদাদি একটি সুড়ঙ্গে ঢুকে পড়েন। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, কুকুরের মতো মরেছে বাগদাদি। তার সঙ্গে তিন ছেলেকে নিয়ে বোমায় নিজেকে উড়িয়ে দেয় সে। কিন্তু ম্যাকেঞ্জির দাবি, তিন নয়, দুই ছেলেকে নিয়ে আত্মঘাতী বোমা ফাটায় বাগদাদি। মৃত্যুর আগে বাগদাদি চিৎকার-আর্তনাদ করেছিলেন বলে যে বর্ণনা দিয়েছিলেন ট্রাম্প, পরিস্থিতি যে অতটা নাটকীয় ছিল না, সেই ইঙ্গিতও মিলেছে ম্যাকেঞ্জির কথায়। কিন্তু ভিডিওতে এ অংশের কোনো ছবি বা প্রমাণ নেই। ওপর থেকে বোমা পড়ার পরেই ধ্বংসস্তূপ।

সর্বশেষ খবর