শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করল টুইটার

রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করল টুইটার

এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম জনপ্রিয় মাধ্যম টুইটার। বিশ্বের বিখ্যাত সেলিব্রেটিদের জন্যই এ মাধ্যম এখন সবচেয়ে জনপ্রিয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিশ্বব্যাপী সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে। বুধবার এক বার্তায় এ তথ্য জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি। তিনি বলেন, ‘যদিও ইন্টারনেট বিজ্ঞাপন বাণিজ্যিক বিজ্ঞাপনদাতাদের জন্য অবিশ্বাস্যভাবে শক্তিশালী এবং কার্যকর ভূমিকা পালন করে, তবে এটি রাজনীতিতেও উল্লেখযোগ্য ঝুঁকি নিয়ে আসে। এ ধরনের বার্তা অর্জিত হবে, কিনে নেওয়া উচিত নয়।’ এ নিষেধাজ্ঞা আগামী ২২ নভেম্বর থেকে কার্যকর করা হবে। এ বিষয়ে সম্পূর্ণ বিবরণী পাওয়া যাবে আগামী ১৫ নভেম্বর। তবে টুইটারের প্রতিদ্বন্দ্বী ফেসবুক সম্প্রতি রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে। কারও রাজনৈতিক বা গণতান্ত্রিক সংবাদকে সেন্সর করা সঠিক সিদ্ধান্ত নয় বলে মনে করেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।

সর্বশেষ খবর