শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
অ ন্য খ ব র

১২১ বছর শিকলে বন্দী বটগাছ!

১২১ বছর শিকলে বন্দী বটগাছ!

১২১ বছর আগে গ্রেফতার করা হয়েছিল তাকে। মুক্তি মেলেনি আজও। সারা গায়ে শিকল জড়িয়ে, বোর্ড লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাষ্ট্রের শাসনব্যবস্থা বদলে গেছে, ভেঙে গেছে গোটা দেশ। বদলে গেছে সবকিছু। শুধু বন্দীদশা থেকে মুক্তি মেলেনি তার। কোনো অপরাধ না করেও এভাবেই বন্দী অবস্থায় রয়েছে পাকিস্তানের পেশোয়ারের একটি বটগাছ! শুনলে মনে হয় অবিশ্বাস্য ঘটনা। কিন্তু পেশোয়ারে গেলে এই গাছ এখনো দেখতে পাবেন। তবে কেন বন্দী করা হয়েছিল একটি গাছকে? জানা গেছে, ব্রিটিশ শাসনকালের একটি ঘটনা এই বন্দিত্বেও পেছনে দায়ী। ১৮৯৮ সালে লান্ডি কোটাল সেনা ক্যান্টনমেন্টে এই গাছটিকে গ্রেফতার করা হয়। ওই ক্যান্টনমেন্টে ব্রিটিশ সেনা অফিসার জেমস স্কোয়াইড নাকি মদ খেয়ে নেশা করেছিলেন এক দিন। সেই নেশার ঘোরে হাঁটার সময় দেখতে পান, বটগাছটি তার দিকে তেড়ে আসছে। ব্যস, সঙ্গে সঙ্গে সে অফিসারের হুকুম, অ্যারেস্ট করা হোক গাছটিকে। পাইক-পেয়াদারা ছুটে এসে শিকল পরিয়ে দিল অত বড় গাছটিকে। তখন থেকেই সেটি বন্দি।

সর্বশেষ খবর