রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

দাস কেনাবেচার বিরুদ্ধে কঠোর হচ্ছে কুয়েত

কুয়েতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনলাইনে দাস কেনাবেচার বিশাল বাজার গড়ে উঠেছে। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এ খবর প্রকাশের পর দেশটির প্রশাসন ওইসব অ্যাকাউন্টের কয়েকজন মালিকের বিরুদ্ধে সমন জারি করেছে।

বিবিসি জানায়, কয়েকটি অ্যাপ ব্যবহার করে অনলাইনে দাস কেনাবেচা হয়। গুগল, অ্যাপেল এবং ইন্সটাগ্রাম থেকে ওই অ্যাপগুলো ব্যবহার করা যায়। ওইসব অ্যাপের মধ্যে #মেইডস ফর ট্রান্সফার বা #মেইডস ফর সেল এর মাধ্যমে গৃহকর্মের জন্য কালোবাজারে নারীদের দাস হিসেবে বিক্রি করা হয়। গত বৃহস্পতিবার বিবিসির ওই প্রতিবেদন প্রকাশের পর কুয়েত কর্তৃপক্ষ দাস কেনাবেচার সঙ্গে জড়িত কয়েকজনকে ডেকে এনে দাস বিক্রির বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এ ছাড়া, তারা ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবে না মর্মে প্রতিশ্রুতি দিয়ে আইনি কাগজপত্রে স্বাক্ষরও করেছে।

সর্বশেষ খবর