রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

মালিতে জঙ্গি হামলা ৪৯ সেনা নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর এক তল্লাশি চৌকিতে ভয়াবহ জঙ্গি হামলায় ৪৯ সেনা সদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দেশটির সরকার নিশ্চিত করেছে। শুক্রবার দেশটির মেনাকা অঞ্চলের ইন্দেলিমানে এ হামলা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে এটিই সরকারি বাহিনীর ওপর জঙ্গিদের চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা, বলেছে বিবিসি। মালিতে ফরাসি সেনা ও আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি সত্ত্বেও সাম্প্রতিক মাসগুলোতে জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে। সেপ্টেম্বরের শেষে দেশটির দুটি সামরিক ঘাঁটিতে সমন্বিত হামলা চালিয়ে জঙ্গিরা আরও ৩৮ সেনা সদস্যকে হত্যা করেছিল। সরকারি বাহিনী সেবার জঙ্গিদের কাছে ওই দুটি সেনা ঘাঁটির নিয়ন্ত্রণও হারিয়েছিল। হামলাটির রেশ কাটতে না কাটতেই এবার উত্তরাঞ্চলে আরও বড় হামলা হলো। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল কায়েদা ও ইসলামিক স্টেটের শক্ত ঘাঁটি আছে।

সর্বশেষ খবর