বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

শিগগিরই বাবরি মসজিদ মামলার রায়, বিজেপির সতর্কবার্তা

শিগগিরই বাবরি মসজিদ মামলার রায়, বিজেপির সতর্কবার্তা

ভারতের সুপ্রিম কোর্ট চলতি মাসেই বাবরি মসজিদ মামলার রায় দিতে পারে। বিতর্কিত এই মামলার রায় নিয়ে দলীয় নেতাদের সতর্কবার্তা দিয়েছে বিজেপি। ওই মামলার রায় নিয়ে ‘অবিবেচক ও উসকানিমূলক’ মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। এ বিষয়ে দল ও শাখা সংগঠনের নেতাদের সতর্ক করেছে দলটি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে বৈঠকে আচরণবিধির কথা জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, বাবরি মসজিদ মামলার রায়ের পর প্রধানমন্ত্রী মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ কথা না বলা পর্যন্ত তাদের কেউ কোনো মন্তব্য করতে পারবেন না। জানা গেছে, সোমবার দিল্লিতে বিজেপি কার্যকরী সভাপতি জে পি নাড্ডা দলের সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক করেন। সেখানেই আচরণবিধির কথা পরিষ্কার জানিয়ে  দেওয়া হয়েছে। এ ছাড়া, কলকাতা, বেঙ্গালুরু ও মুম্বাইয়ে বৈঠক করে দেশের সব প্রান্তের দলীয় কর্মকর্তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন,   অযোধ্যা মামলায় কোর্ট যা রায় দেবে তা সবার মেনে নেওয়া উচিত।

সর্বশেষ খবর