Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৭ নভেম্বর, ২০১৯ ২৩:২৯

ট্রাম্পকে অশালীন ইঙ্গিত করা সেই ছবিতেই নারীর বাজিমাত!

ট্রাম্পকে অশালীন ইঙ্গিত করা সেই ছবিতেই নারীর বাজিমাত!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনভয়ের পাশ দিয়ে সাইকেল নিয়ে যেতে যেতে অশালীন ইঙ্গিত করেছিলেন এক নারী। দুই বছর আগের ঘটনা এটি। ট্রাম্পের প্রচার দলেরই এক ফটোগ্রাফার সেই ঘটনার ছবি তুলেছিলেন। এরপর ছবিটি ভাইরাল হয়ে যায়। ওই ‘অপরাধে’ চাকরি খোয়াতে হয়েছিল জুলি ব্রিস্কম্যান নামের সেই নারীকে। কিন্তু এবার ভার্জিনিয়ার স্থানীয় নির্বাচনে তাকে জয় এনে দিল সেই ছবিই। ভার্জিনিয়ার স্থানীয় নির্বাচনে জয় পেয়েছেন জুলি ব্রিস্কম্যান। জানা গেছে, ভার্জিনিয়ার লাউডন কাউন্টির অ্যালগংকিয়ান ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্র্যাটদের প্রতিনিধি হিসেবে সুপারভাইজার পদে জিতেছেন জুলি। ওয়াশিংটনে ট্রাম্পকে ইমপিচ করার প্রস্তাব নিয়ে যখন হৈচৈ তুঙ্গে, তখন এই তিন প্রদেশে তার কী প্রভাব পড়ছে, ট্রাম্পের সমর্থন কতটা  জোরালো, এবং ডেমোক্র্যাটরা শহরতলিতে কতটা শক্ত অবস্থানে রয়েছে- সেগুলোও দেখার ছিল।  ভোটে নামার আগে গত বছর সেপ্টেম্বরে জুলি ট্রইট করেন সেই ছবিটিই। সঙ্গে লিখেছিলেন, আজ আমি লাউডন কাউন্টির স্থানীয় অফিসে লড়ব বলে মনোনয়ন জমা দিচ্ছি। প্রশাসনে স্বচ্ছতা প্রয়োজন। পরিবর্তন চাই। তাতেই তাকে সমর্থন জানালো মার্কিনিরা।


আপনার মন্তব্য