শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

চীনে শিশুদের জন্য অনলাইন গেমে নিষেধাজ্ঞা

ভিডিও গেমের আসক্তি রোধে শিশুদের জন্য অনলাইন গেম নিষিদ্ধ করল চীন। তবে সাপ্তাহিক ছুটির দিন তিন ঘণ্টা এবং অন্য দিনগুলোতে দেড় ঘণ্টা শিশুদের গেম খেলার সুযোগ দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আঠারো বছরের কম বয়স্কদের জন্য প্রতিদিন রাত ১০টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত অনলাইন গেমের ওপর নিষেধাজ্ঞা থাকবে। চীন বিশ্বের বৃহত্তম গেমিং মার্কেটগুলোর একটি। গবেষণা সংস্থা নিউজুর মতে, চলতি বছর এই খাত আয়ের দিক থেকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন।

সর্বশেষ খবর