মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ফের রক্তাক্ত হংকং বাড়ছে বিক্ষোভ

রাবার বুলেট, কাঁদানে গ্যাস, ছুরি হামলা, গুলি-বিক্ষোভের আগুন প্রতিনিয়তই বাড়ছে। রক্তাক্ত হচ্ছে হংকং। ফের গুলি চালিয়েছে পুলিশ। ফেসবুক লাইফে তা দেখেছে অনেকে। গতকাল বিক্ষোভ-সংঘর্ষের পর অন্তত দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বিবিসি। ফেসবুকে একটি লাইভ ফুটেজে দেখা গেছে, এক পুলিশ কর্মকর্তা বন্দুক নিয়ে সড়ক অবরোধ করা একজনের সঙ্গে ধস্তাধস্তি করছেন। এ সময় মুখ ঢেকে রাখা আরেকজন এগিয়ে এলে পুলিশ কর্মকর্তা তাকে গুলি করেন। এরপরও ধস্তাধস্তি চলার মধ্যে ওই পুলিশ কর্মকর্তা আরও দুটি গুলি করেন। ওই গুলি কোথায় গেছে ফুটেজে তা পরিষ্কার বোঝা যায়নি। তবে গুলির পর ফুটেজে ২১ বছর বয়সের এক বিক্ষোভকারীকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। তার চোখ খোলা ছিল। চারপাশে ছিল রক্ত। বিবিসিকে একটি হাসপাতাল কর্তৃপক্ষের মুখপাত্র জানান, ‘ওই ব্যক্তির অবস্থা গুরুতর। তার অস্ত্রোপচার করা হয়েছে।’ গত জুনে হংকংয়ে বিক্ষোভ শুরু হওয়ার পর এ নিয়ে তৃতীয়বারের মতো পুলিশ কাউকে সরাসরি গুলি করেছে। এর আগে গত ১ অক্টোবর চীনে কমিউনিস্ট শাসনের ৭০ বছর পূর্তির দিন এক তরুণ বিক্ষোভকারীকে গুলি করেছিল পুলিশ। এরপর ৪ অক্টোবর পুলিশের গুলিতে ১৪ বছর বয়সী এক কিশোর আহত হয়েছিল। এরপর গতকাল সকালে সর্বশেষ গুলির ঘটনাটি ঘটল। ওই ঘটনা ছাড়াও বিক্ষোভকারীদের সঙ্গে বচসার পর এক বেইজিংপন্থি সমর্থকের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার দৃশ্যও দেখা গেছে অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে।

সর্বশেষ খবর