মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিক্ষোভের মুখে পদত্যাগ প্রেসিডেন্ট মোরালেসের

বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস গত মাসে তার বিতর্কিত পুনর্র্নির্বাচনের বিরুদ্ধে হওয়া বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন। ২০ অক্টোবরের নির্বাচনে ‘সুস্পষ্ট কারচুপি’র প্রমাণ পাওয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা রবিবার নির্বাচনের ফলাফল বাতিল করার আহ্বান জানায়। বলিভিয়ার নির্বাচন কর্তৃপক্ষ ঢেলে সাজানোর পর নতুন নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। তবে রাজনীতিবিদ, পুলিশ ও বলিভিয়ার সেনাবাহিনী ইভো মোরালেসকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে আহ্বান জানিয়েছে। বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়েছেন যেন তারা হামলা ও ভাঙচুর বন্ধ করেন। ঘোষণার  পর বিক্ষোভকারীরা পথে নেমে আসেন এবং আনন্দ মিছিল করেন।

সর্বশেষ খবর