বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজনৈতিক আশ্রয়ে মেক্সিকোতে মোরালেস

বলিভিয়া সংকট

নির্বাচনে কারচুপির অভিযোগে বিক্ষোভের মুখে বলিভিয়ার পদত্যাগী প্রেসিডেন্ট  ইভো মোরালেস মেক্সিকোর রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করেছেন। এক টুইটে তিনি জানিয়েছেন, বলিভিয়া ছেড়ে যেতে তার কষ্ট হচ্ছে কিন্তু আরও ‘বল ও শক্তি’ নিয়ে তিনি ফিরে আসবেন। মোরালেস মেক্সিকোর সরকারি একটি বিমানে উঠেছেন বলে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এব্রাদ নিশ্চিত করেছেন। সমালোচকরা বলছেন গ্রেফতার এড়াতে মেক্সিকোতে পালিয়ে গেছেন মোরালেস। মেক্সিকোতে বামপন্থি সরকার ক্ষমতাসীন এবং তারা বলিভিয়ার ঘটনায় মোরালেসের প্রতি সমর্থন জানিয়েছে। আন্তর্জাতিক অনেক সংস্থা নির্বাচনে ‘পরিষ্কার কারচুপির’ প্রমাণ পেয়েছে জানিয়ে ভোটের ফল বাতিল করার আহ্বান জানায়। পরে সেনাবাহিনী প্রধান ও পুলিশ প্রধান তাকে পদত্যাগের আহ্বান জানান। এরপর রবিবার তিনি পদত্যাগের ঘোষণা  দেন।  নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভে বলিভিয়া অস্থির হয়ে ছিল।

সর্বশেষ খবর