বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বলিভিয়ায় নারী সিনেটরের নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা

বলিভিয়ায় নারী সিনেটরের নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা

বলিভিয়ায় পদত্যাগী প্রেসিডেন্ট ইভো মোরালেস মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পর দেশটির এক নারী সিনেটর নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন। তার নাম জানিন আনেজ। তিনি বিরোধী দলের সিনেটর ছিলেন। বিক্ষোভের মুখে গত রবিবার বলিভিয়ার প্রেসিডেন্টের পদ থেকে ইভো মোরালেস সরে দাঁড়ানোর পর দেশটির পার্লামেন্টে এ ঘোষণা দেন জানিন। পার্লামেন্টের ওই অধিবেশন বর্জন করেন মোরালেসের দলের আইনপ্রণেতারা। অর্থাৎ আনেজ যখন নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন, তখন পার্লামেন্টে কোরাম ছিল না। গতকাল বিবিসি অনলাইনের খবরে বলা হয়, পার্লামেন্টে কোরাম সংকট থাকার পরও স্থানীয় সময় মঙ্গলবার নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে আনেজ বলেন, সংবিধান অনুযায়ী পরবর্তী ব্যক্তি হিসেবে তিনিই প্রেসিডেন্টের দায়িত্বে থাকতে পারেন। শিগগিরই তিনি নির্বাচনের ঘোষণা দেবেন।

এর আগে অস্থায়ীভাবে সিনেটের নিয়ন্ত্রণ গ্রহণ করেন তিনি। এরপর প্রেসিডেন্ট পদের জন্য সাংবিধানিকভাবে তিনিই সামনে আছেন বলে জানান। তাকে নিয়োগ দেওয়ার জন্য ডাকা কংগ্রেসের অধিবেশন বর্জন করে মোরালেসের দল ‘মুভমেন্ট ফর সোশ্যালিজম’। প্রেসিডেন্ট হিসেবে আনেজের নিয়োগকে অবৈধ বলে দাবি করেছে দলটি। আনেজকে ‘অভ্যুত্থানের ইন্ধনদাতা ডানপন্থি সিনেটর’ অভিহিত করে তার ঘোষণার নিন্দা করেছেন মেক্সিকোয় স্বেচ্ছা নির্বাসনে যাওয়া মোরালেস।

সর্বশেষ খবর