বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইসরায়েলি হামলায় ২২ ফিলিস্তিনি নিহত

প্রতিহতের হুঙ্কার ফিলিস্তিনের

ফিলিস্তিনের গাজা  উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে এ পর্যন্ত ২২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬৯ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সকালে হামলায় ইসলামি জিহাদের এক সদস্যসহ ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও সিরিয়ায় মঙ্গলবারের সকাল থেকে বিমান হামলা শুরু করে ইসরায়েল। গাজায় হামলা চালিয়ে সেখানকার সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদের অন্যতম শীর্ষ নেতা আবু আল আতা (৪২) ও তার স্ত্রীকে হত্যা করে দখলদার বাহিনী। অন্যদিকে সিরিয়ায় হামলা চালিয়ে  হত্যা করা হয় তাদের   ছেলেকেও। এই আগ্রাসনের জবাবে মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট  ছোড়া শুরু হয়। পরে দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আশরাফ আল কিদরা জানিয়েছেন, তখন থেকে ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছেন।

ইসলামিক জিহাদ গাজা উপত্যকা শাসন করে। তাদের এক বিবৃতি জানানো হয়, আল-আতাকে হত্যার শাস্তি অবশ্যই ইসরায়েলের পেতে হবে।

সর্বশেষ খবর