বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

শূন্য থেকে শিখরে ফের শূন্যে

শূন্য থেকে শিখরে ফের শূন্যে

সমাজতন্ত্রের পুরোধা দেশ বলিভিয়া। এ দেশেই মৃত্যু হয় কিংবদন্তি বিপ্লবী চে গুয়েভরার। সেই দেশের সবচেয়ে দীর্ঘদিনের প্রেসিডেন্ট ছিলেন ইভো মোরালেস। প্রায় ১৪ বছর ক্ষমতায় থেকে গত পরশু তিনি অনেকটা পালিয়ে মেক্সিকো চলে গেছেন।  বলিভিয়ার পশ্চিমাঞ্চলের ওরুরোতে এক দরিদ্র পরিবারে মোরালেসের জন্ম। তার ছয় ভাইবোনের মধ্যে চারজনই দুই বছর পূর্ণ হওয়ার আগে অপুষ্টিজনিত রোগে ভুগে মারা গেছে। ছোটবেলায় তিনি লামার (দক্ষিণ আমেরিকার তৃণভোজী প্রাণী) রাখাল ছিলেন, মা-বাবাকে কৃষিকাজে সহযোগিতা করতেন। গান গাইতেন, ফুটবল খেলতেন। ছিলেন কোকোচাষি। মাদকের দোহাই দিয়ে কোকো চাষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রচারের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ ছিল মোরালেসের। এ সময় ইউনিয়ন নেতা হিসেবে তার উত্থান। ২০০২ সালে ইভো মোরালেস প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন। সেবার হেরে গেলেও ২০০৫ সালের নির্বাচনে তিনি ৫৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন। এরপর নিজের মতো করে দেশটি ১৪ বছর শাসন করলেন। কিন্তু শেষ পর্যন্ত ফের ক্ষমতাহারা হলেন তিনি। আশ্রয় নিলেন নিজ দেশ ছেড়ে অন্য দেশে।

সর্বশেষ খবর