বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

হংকংয়ে এবার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

হংকংয়ে শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে রাতভর সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। কয়েক মাস ধরে উত্তাল হংকংয়ে অস্থিরতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হংকংয়ের চীনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীরা মঙ্গলবার গুলি  ছোড়ে, পেট্রলবোমা নিক্ষেপ করেন। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। পুলিশ আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরিয়ে নিতে চাইছিল বলে ক্ষোভ প্রকাশ  করেছেন শিক্ষার্থীরা।

গতকাল নগরের বিভিন্ন জায়গায় সহিংস বিক্ষোভ চলেছে।   শিক্ষা বিভাগ জানিয়েছে, নিরাপত্তার কারণে আজ সব স্কুলের একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হবে।

সর্বশেষ খবর