বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ট্রাম্পের অভিশংসন তদন্ত প্রকাশ্য শুনানি শুরু

ট্রাম্পের অভিশংসন তদন্ত প্রকাশ্য শুনানি শুরু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন তদন্তের শুনানি শুরু হয়েছে। কয়েক সপ্তাহের রুদ্ধদ্বার প্রক্রিয়া চলার পর গতকাল স্থানীয় সময় বেলা ১১ টার দিকে কংগ্রেসে প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির সামনে প্রকাশ্য এ শুনানি শুরু হয়েছে। ট্রাম্প আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী  ডেমোক্র্যাট নেতা জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভøাদিমির  জেলেনোস্কিকে চাপ দিয়েছেন বলে অভিযোগ আছে। এ অভিযোগেই ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করেছে ডেমোক্র্যাটরা। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। গতকালের শুনানিতে ট্রাম্পের বিরুদ্ধে ওই অভিযোগ নিয়ে প্রকাশ্যে বিস্তারিত শুনতে অভিশংসন তদন্তের নেতৃত্বে থাকা হাউজ ডেমোক্র্যাটরা তিন মার্কিন কূটনীতিককে ডেকে পাঠান। তাদের তিনজনই এর আগে রুদ্ধদ্বার অধিবেশনে সাক্ষ্য দিতে এসে ইউক্রেইনের সঙ্গে ট্রাম্পের ওই ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। গতকাল শুনানিকক্ষ ঠাসা ছিল সাংবাদিক আইনপ্রণেতা এবং অন্যান্য আরও মানুষে। টিভিতে চোখ রেখেছে আরও লাখ লাখ মানুষ।
এরই মধ্যে ঐতিহাসিক এ শুনানি অধিবেশনের উদ্বোধন করেন ডেমোক্র্যাট দলের প্রতিনিধি অ্যাডাম শিফ। তিনি প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির  চেয়ারম্যানও।

সর্বশেষ খবর