শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এরদোগানকে টলাতে পারলেন না ট্রাম্প

এরদোগানকে টলাতে পারলেন না ট্রাম্প

রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা এস-৪০০ কেনার প্রক্রিয়া থেকে  বের হয়ে আসতে চাপাচাপি করলেও আঙ্কারার কাছ থেকে কোনো প্রতিশ্রুতি আদায় করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ট্রাম্পের বৈঠকে সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের ওপর তুর্কি অভিযান নিয়ে বিরোধেরও কোনো মীমাংসা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তুরস্কের রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা ক্রয় নিয়েও ওয়াশিংটন শুরু থেকে আপত্তি জানিয়ে আসছে। বুধবারের বৈঠকের পর ট্রাম্প এস-৪০০ ক্রয়কে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির ক্ষেত্রে ‘গুরুতর প্রতিবন্ধকতা’ হিসেবে আখ্যা দিয়েছেন। বিরোধ মীমাংসায় অগ্রগতির লক্ষণ দেখা না গেলেও এরদোগানের সঙ্গে বৈঠক ‘চমৎকার’ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ‘এস-৪০০-এর মতো সংবেদনশীল রুশ সামরিক সরঞ্জাম ক্রয় তুরস্কের সঙ্গে আমাদের সম্পর্ককে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।

সর্বশেষ খবর