শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল, মূল প্রতিদ্বন্দ্বী দুজন

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল, মূল প্রতিদ্বন্দ্বী দুজন

উত্তেজনায় পূর্ণ দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন আগামীকাল শনিবার। এ নির্বাচনে কঠোর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্টের (ইউএনএফ) প্রার্থী সাজিথ প্রেমাদাসা ও সাবেক প্রতিরক্ষা সচিব গোটাবাইয়া রাজাপক্ষের মধ্যে। বুধবার নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। এদিন সন্ধ্যায় হোমাগামা শহরে চূড়ান্ত র‌্যালি করেছেন রাজাপক্ষে। অন্যদিকে রাজধানী কলম্বোয় র‌্যালি শেষ করেছেন প্রেমাদাসা। এখন পর্যন্ত নির্বাচনী মাঠে রয়েছেন মোট ৩৫ জন প্রার্থী। তার মধ্যে দুজন- মিলরয় ফার্নান্দো ও ড. আই এম ইলিয়াস প্রকাশ্যে সমর্থন দিয়েছেন প্রেমাদাসাকে। বুধবার মিডিয়ার সঙ্গে কথা বলেছেন শ্রীলঙ্কা নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাহিন্দা দেশাপ্রিয়া। তিনি জানিয়েছেন সব প্রস্তুতি শেষ। প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে কোনোরকম প্রচারমূলক কর্মকা  না চালাতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

সর্বশেষ খবর