শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সৌদির অ্যারামকোতে প্রথম নারী প্রধান

সৌদির অ্যারামকোতে প্রথম নারী প্রধান

সৌদি আরবের অ্যারামকোর সঙ্গে বিদেশি কোম্পানির লেনদেন ও যোগাযোগ করতে এই প্রথম নারী প্রধান নিয়োগ দিয়েছে কোম্পানিটি। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক কোম্পানি সৌদি অ্যারামকো। প্রধান হিসেবে নিয়োগ পাওয়া ও নারীর নাম মারওয়া আল-খুজাইম। তিনি আগামী মাস থেকে অ্যারামকোর এশিয়া-সিঙ্গাপুরের হাল ধরবেন বলে জানা গেছে। খবর গালফ নিউজ, রয়টার্সের। জানা গেছে, নাদের আল-আরফাজ নামের একজন বর্তমানে ওই পদে দায়িত্ব পালন করছেন। ডিসেম্বরে তার স্থলাভিষিক্ত হবেন মারওয়া আল-খুজাইম। মারওয়া বর্তমানে অ্যারামকো কেমিক্যালস কোম্পানির একটি ইউনিটের সাপ্লাই চেইন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ খবর