শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

৩৪ জন ফিলিস্তিনিকে হত্যার পর সাময়িক যুদ্ধবিরতি

‘ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল বিমান হামলা চালিয়ে ৩৪ জনকে হত্যার পর ফিলিস্তিনি কট্টরপন্থি গোষ্ঠী ইসলামিক জিহাদ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। মিসরের মধ্যস্থতায় ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার পর গাজা থেকে রকেট ছোড়া বন্ধ করেছে। এতে দুই দিন ধরে দুপক্ষের হামলা-পাল্টা হামলার পর গতকাল গাজায় আপাত শান্তি নেমে এসেছে। মঙ্গলবার ভোরে গাজার নিজ বাড়িতে ইসরায়েলি হামলায় নিহত হন গোষ্ঠীটির এক শীর্ষ কমান্ডার, এরপর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এই দুই দিনে গাজায় ইসরায়েলি হামলায় মোট ৩৪ জন নিহত হন। অপর দিকে গাজা থেকে ছোড়া কয়েকশ রকেটে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকার জনজীবন স্থবির হয়ে পড়ে। এ পর্বের গাজা-ইসরায়েল লড়াই থেকে দূরত্ব বজায় রেখেছিল গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। এ লড়াই থেকে হামাসকে দূরে রাখতে ইসরায়েলও সচেষ্ট ছিল।

যুদ্ধবিরতি উদ্যোগের সঙ্গে জড়িত মিসরীয় এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পর তিনি সাময়িক যুদ্ধবিরতিতে উভয় পক্ষের সম্মত হওয়ার কথা নিশ্চিত করেছেন বলে রয়টার্স জানিয়েছে। ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, গাজা থেকে ছোড়া রকেটের আওতায় থাকা এলাকাগুলোতে জারি করা জরুরি বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

সর্বশেষ খবর