শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কাশ্মীরে এখনো বন্ধ ইন্টারনেট, ক্ষতি চার হাজার কোটি রুপি

নিষেধাজ্ঞার ১০১তম দিন ছিল গতকাল। ২০১২ সালে কাশ্মীরে মোট ৯ ঘণ্টা বন্ধ ছিল ইন্টারনেট। ২০১৯-এ এই সময় দাঁড়িয়েছে তিন হাজার ঘণ্টারও বেশি। সমীক্ষা বলছে, এই সময় ইন্টারনেট বন্ধ থাকায় কাশ্মীরের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় চার হাজার কোটি রুপি! ইন্টারনেট কবে থেকে চালু হবে তা এখনো স্পষ্ট করেনি সরকার, তারা এ নিয়ে এখনো কিছু জানায়নি। বিশ্লেষকরা বলছেন, পড়াশোনা থেকে ব্যবসা-সবই মুখ থুবড়ে পড়ছে ইন্টারনেট না থাকায়। পর্যটনে ইন্টারনেটের বিশেষ ভূমিকা আছে ফলে এই ব্যবসায়ও ক্ষতি হচ্ছে। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, ইন্টারনেটে বুকিং কনফার্ম অথবা গ্রাহকের সঙ্গে যোগাযোগ করা বেশ চাপের হয়ে গেছে। ‘ফল মান্ডি’ বা কোল্ড স্টোরেজের ব্যবসাও ভালো ধাক্কা খেয়েছে। কাশ্মীরি আপেল  বিক্রির সুযোগও হাত ছাড়া হচ্ছে।

সর্বশেষ খবর