শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

অভিশংসন শুনানি নিয়ে চাপে ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প তার তিন বছরের প্রেসিডেন্টের মেয়াদকালে সবচেয়ে বড় চাপের মুখে পড়েছেন। তার বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ যে তদন্ত করছে প্রকাশ্যে তার শুনানি শুরু হয়েছে। রাজনৈতিক ফায়দার জন্য ইউক্রেনের ওপর চাপ প্রয়োগের দায়ে তার বিরুদ্ধে এ অভিশংসন তদন্ত। রয়টার্স। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, স্থানীয় সময় গত বুধবার এ তদন্ত শুরু হয়েছে। শুনানি সরাসরি সম্প্রচার করছে বিভিন্ন টেলিভিশন চ্যানেল। কয়েক সপ্তাহ ধরে এ শুনানি চলবে। এদিকে হোয়াইট হাউস বলছে, অভিশংসন নিয়ে প্রকাশ্য শুনানি শুরু হলেও সেটা ট্রাম্প দেখছেন না। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ট্রাম্প তার কাজে ব্যস্ত রয়েছেন। শুনানির কোনো সম্প্রচার তিনি দেখছেন না। অন্য খবরে বলা হয়েছে, ট্রাম্প আত্মপক্ষ সমর্থন করে বেশ দম্ভ করে বলছেন, মার্কিন কংগ্রেস তার বিরুদ্ধে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ যে অভিশংসন তদন্ত শুরু করেছে তা অসাধু ও বেআইনি। ট্রাম্প দাবি করেছেন, তিনি এমন কিছুই করেননি, তাই এ নিয়ে চিন্তাই করছেন না।

সর্বশেষ খবর