শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইয়েমেন যুদ্ধে ধুঁকছে ১১ লাখ শিশু

ইয়েমেনের রাজধানী সানার একটি এতিমখানায় অন্য পাঁচজনের সঙ্গে একটি রুম শেয়ার করে থাকে আহমদ আল-জাওহর। প্রতিদিন সকালে আহমদ ঘুম থেকে ওঠে। কিন্তু ঘুম থেকে উঠতে পারবে কিনা এমন নিশ্চয়তা নিয়ে কোনো দিনই ঘুমাতে পারে না। প্রতিদিনই স্কুলে যায় কিন্তু আবার এতিমখানায় ফিরতে পারবে এমন কোনো চিন্তা তাদের মাথায় থাকে না। সানার ওই এতিমখানায় প্রায় ৮০০ অনাথ শিশু বসবাস করে। সেখানে সবচেয়ে বড় যে শিশুটি তার বয়স সাত বছর। তারা ওই এতিমখানায় ঘুমানো বা খাওয়া-দাওয়া করতে পারে কিন্তু সব মৌলিক চাহিদা পূরণ হয় না। সহায়তার অভাবে পরিস্থিতি দিনকে দিন আরও খারাপ হচ্ছে। এমনকি তাদের জীবনযাত্রার অবস্থার উন্নতির জন্য অল্প সহায়তা পাচ্ছে। আহমদ আল-জাওহর বলেন, আমরা ক্ষুধার্ত। আমরা এখানে খুব কম খাবার খেয়ে বেঁচে আছি। আমাদের হাতে কোনো কম্বলও নেই যা শীতকালে পরতে পারি। ২০১৫ সালের পর থেকে ইয়েমেনের চলমান যুদ্ধ, সরকারের অবহেলা এবং দাতব্য সংস্থাগুলোর অনুপস্থিতির কারণে দেশটিতে শিশুদের স্বাস্থ্যের অবস্থা খারাপের দিকেই যাচ্ছে। দেশটির স্থানীয় কিছু সংগঠনের মতে, ইয়েমেনে এখন প্রায় ১১ লাখ এতিম শিশু রয়েছে। কিন্তু প্রতিদিনই লাফিয়ে বাড়ছে এতিম শিশুর সংখ্যা।

সর্বশেষ খবর