শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ট্রাম্পের বৈঠক আহ্বান প্রত্যাখ্যান কিমের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। উত্তর কোরিয়া জানায়, তারা নতুন করে আর কোনো আলোচনায় আগ্রহী নয়। ইতিমধ্যে ট্রাম্প-কিম সমঝোতা অনুযায়ী চুক্তি বাস্তবায়নের এক বছর সময়সীমা শেষ হয়ে আসছে। ফেব্রুয়ারিতে হ্যানয়ে ট্রাম্প-কিম বৈঠকে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে সব পারমাণবিক অস্ত্র ত্যাগের কথা বললে পিয়ংইয়ং মার্কিন নেতৃত্বাধীন সব আন্তর্জাতিক অবরোধ তুলে নেওয়ার দাবি করে। দুই পক্ষ পারস্পরিক সম্মতিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ভেস্তে যায় আলোচনা।

সর্বশেষ খবর