রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

আন্তর্জাতিক আদালতের তদন্ত প্রত্যাখ্যান মিয়ানমারের

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে সম্ভাব্য অপরাধের তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অনুমোদনের পর তা প্রত্যাখ্যান করেছে দেশটি। বৃহস্পতিবার আইসিসির প্রসিকিউশনের আবেদনের পর বিচারকরা তদন্তের অনুমোদন দেন। শুক্রবার তা প্রত্যাখ্যান করে মিয়ানমার দাবি করেছে, আইসিসির তদন্তের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন অনুযায়ী হয়নি। খবর আলজাজিরার। ১১ নভেম্বর মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিপীড়নকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) কাছে বিচার চায় আফ্রিকার দেশ গাম্বিয়া। নিধনযজ্ঞ পেরিয়ে যাওয়ার প্রায় আড়াই বছর পর প্রথমবারের মতো কোনো দেশ এমন পদক্ষেপ নেয়। ৫৭টি মুসলিম রাষ্ট্রের সংগঠন ওআইসির পক্ষ থেকে এ মামলা করে গাম্বিয়া। এর পরই আইসিসি তদন্তের নির্দেশ দেয়। শুক্রবার সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র জ্য হেতে বলেন, মিয়ানমারের বিরুদ্ধে আইসিসির তদন্ত আন্তর্জাতিক আইন অনুযায়ী হচ্ছে না। নিপীড়ন অভিযোগের তদন্ত করবে ইয়াঙ্গুনের নিজস্ব কমিটি, প্রয়োজনে জবাবদিহি নিশ্চিত করবে তারা।

এদিকে, গাম্বিয়ার মামলার পর আর্জেন্টিনার একটি আদালতে মিয়ানমারের নেত্রী অং সান সু চিসহ রোহিঙ্গা নিধনে জড়িত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আর্জেন্টিনার আইনে গণহত্যাবিষয়ক কোনো ফৌজদারি আইন না থাকায় গণহত্যা মামলা করা যায়নি। ‘ইউনিভার্স জুরিসডিকশন’ বা ‘বিশ্বজনীন বিচারব্যবস্থা’র আওতায় মামলাটি করা হয়েছে।

সর্বশেষ খবর