রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

অভিশংসন তদন্তের মধ্যেই সাক্ষীকে ‘ভয় দেখাচ্ছেন’ ট্রাম্প : ইউভানোভিচ

অভিশংসন তদন্তের মধ্যেই সাক্ষীকে ‘ভয় দেখাচ্ছেন’ ট্রাম্প : ইউভানোভিচ

ইউক্রেন কান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যখন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অভিশংসন তদন্তের শুনানি চলছে তখন এক সাক্ষীকে টুইটারে রীতিমতো বাক্যবাণে জর্জরিত করেছেন প্রেসিডেন্ট। তদন্ত চলাকালে ট্রাম্পের এ আচরণকে আগ্রাসন বলে বিবেচনা করছেন ডেমোক্রেটরা। তারা বলছেন, অভিশংসন তদন্তের মধ্যেই সাক্ষীকে ‘ভয় দেখাচ্ছেন’ ট্রাম্প। আগামী বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে ট্রাম্প তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেট  নেতা জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনোস্কিকে টেলিফোনে চাপ দিয়েছেন বলে অভিযোগ আছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি গোয়েন্দা সংস্থা ওই ফোনালাপের তথ্য হাতে পেয়েছে।  শুনানিতে সাক্ষ্য দেন ইউক্রেনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মেরি ইউভানোভিচ।

হাউস ইনটেলিজেন্স কমিটির প্রধান ট্রাম্পের ওই টুইটের বিষয়ে ইউভানোভিচের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রেসিডেন্ট যেটা করছেন আমি সেটা নিয়ে কথা বলতে পারি না। কিন্তু আমার মনে হয় তিনি যেটা করছেন সেটাকে ভয় দেখানো বলা যায়। তবে ট্রাম্প তার টুইটকে মোটেও ভয় দেখানোর চেষ্টা বলে মনে করছেন না। হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের বলেন, আমার কথা বলার অধিকার আছে। অন্যরা যেভাবে মতপ্রকাশ করে আমারও তেমন মতপ্রকাশের স্বাধীনতা আছে।

সর্বশেষ খবর