সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
আজ থেকে অধিবেশন

উত্তপ্ত হতে পারে ভারতীয় সংসদ

কলকাতা প্রতিনিধি

আজ থেকে শুরু হচ্ছে ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। আভাস পাওয়া গেছে, নানা ইস্যুতে এই অধিবেশন উত্তপ্ত হতে পারে। এসব ইস্যুর মধ্যে রয়েছে অর্থনীতির মন্দা দশা, বেকারত্ব, জন্মু ও কাশ্মীর, নাগরিকত্ব বিল ইত্যাদি।

ছুটির দিন বাদ দিয়ে মোট ২০টি অধিবেশন বসছে। মাসব্যাপী  অধিবেশনে মোদি সরকার একঝাঁক গুরুত্বপূর্ণ বিল পাস করানোর পরিকল্পনা নিয়েছে। যার মধ্যে অন্যতম হল নাগরিকত্ব (সংশোধনী) বিল, ব্যক্তিগত নথি সুরক্ষা বিল, সারগেসি (নিয়ন্ত্রিত) বিল। অধিবেশন উত্তপ্ত হতে পারে নাগরিকত্ব বিলকে ঘিরে। গত অধিবেশনে বিরোধীদের প্রবল বিরোধিতার কারণে এই বিলটি পাস করাতে পারেনি কেন্দ্রীয় সরকার। তার ওপর লোকসভার নির্বাচন সামনে চলে আসায় ষোড়শ লোকসভাও ভেঙে দেওয়া হয়।

সর্বশেষ খবর