সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

হংকংয়ে ব্যাপক বিক্ষোভ

হংকংয়ে ব্যাপক বিক্ষোভ

বিক্ষোভকারীদের নিক্ষিপ্ত পাথরে এক পথচারীর মাথা ফেটে যায় -এএফপি।

হংকংয়ে সরকারপন্থি ও সরকারবিরোধীদের সংঘর্ষের মধ্যে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়া এক ব্যক্তি চিকিৎসধীন অবস্থায় মারা গেছেন। সীমান্তবর্তী শহর শেউং শুইয়ে গত বুধবার আহত ৭০ বছরের ওই ব্যক্তি বৃহস্পতিবার মারা যান বলে জানায় বিবিসি। পেশায় পরিচ্ছন্নতাকর্মী ওই ব্যক্তি দুপুরের খাবারের বিরতির সময় রাস্তায় নেমে সংঘর্ষের মধ্যে পড়েন। ‘বিক্ষোভকারীদের ছোড়া শক্ত কোনো বস্তু তার মাথায় সরাসরি আঘাত হানলে তিনি গুরুতর আহত হন বলে জানায় পুলিশ। এ নিয়ে হংকংয়ে গত প্রায় পাঁচ মাস ধরে চলা সংঘর্ষে দুজনের প্রাণ গেল। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশের ধাওয়া খেয়ে একটি পার্কিং ভবনের তৃতীয় তলা থেকে পড়ে ২২ বছরের শিক্ষার্থী অ্যালেক্স চোউ এর মৃত্যুর পর সাত দিনও যায়নি। তার আগেই আরও একজনকে বিক্ষোভের বলি হতে হলো। সরকারপন্থি ও বিরোধীদের সংঘর্ষের মাঝে পড়ে ওই ব্যক্তি হঠাৎ করে মাটিতে পড়ে যান। পুলিশ জানায়, ওই ব্যক্তি কোনো পক্ষের বিক্ষোভেই ছিলেন না। তবে তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। চীনের মূলভূখন্ডে বন্দী প্রত্যর্পণ নিয়ে একটি প্রস্তাবিত বিল বাতিলের দাবিতে গত জুন মাসে হংকংয়ে আন্দোলন শুরু হয়েছিল।

সর্বশেষ খবর