সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
আফগানিস্তানে বেসামরিক নাগরিক হত্যা

ব্রিটিশ সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ধামাচাপার অভিযোগ

আফগানিস্তান এবং ইরাকে ব্রিটিশ বাহিনীর হাতে বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের সরকার এবং দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে। বিবিসি প্যানোরমা এবং ব্রিটিশ পত্রিকা সানডে টাইমসের এক অনুসন্ধান দল ১১ জন ব্রিটিশ গোয়েন্দার সঙ্গে কথা বলেছে, তারা জানিয়েছেন ওই দুটি দেশে যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে । সংশ্লিষ্টরা বলছেন, ওইসব হত্যাকা-ের জন্য সৈন্যদের বিচার শুরু হওয়া উচিত ছিল। যদিও অপরাধ ধামাচাপা দেওয়ার অভিযোগ প্রমাণবিহীন বলে প্রত্যাখ্যান করেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ব্রিটিশ বাহিনী যখন ইরাকের নিয়ন্ত্রণ নেয়, সে সময় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করেছে ইরাক হিস্টোরিক অ্যালেগেশন টিম বা ইহাট। একইভাবে আফগানিস্তানে হওয়া যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করেছে অপারেশন নর্থমুর নামে আরেকটি প্রকল্প। এই দুইটি তদন্তের ভিত্তিতে নতুন সব তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি প্যানোরমা এবং সানডে টাইমসের তদন্ত দল। ব্রিটিশ সরকার পরে ইহাট এবং অপারেশন নর্থমুর দুটি তদন্তই বন্ধ করে দিয়েছিল। ফিল শাইনার নামে একজন আইনজীবী ইহাটের কাছে এক হাজারের বেশি কেসস্টাডি জমা দিয়েছিলেন, কিন্তু ইরাকে মক্কেল পাওয়ার জন্য তিনি মধ্যস্থতাকারীদের অর্থ প্রদান করেছিলেন, এমন অভিযোগ ওঠার পর তাকে ওই মামলার আইনজীবী হিসেবে প্রত্যাহার করে নেওয়া হয়।

সর্বশেষ খবর