মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

উইঘুর মুসলিম নির্যাতন নিয়ে চীনের গোপন নথি ফাঁস

উইঘুর মুসলিম নির্যাতন নিয়ে চীনের গোপন নথি ফাঁস

চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর জাতিসত্তার লোকজনের ওপর দমনপীড়নের ঘটনায় দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে রয়েছে দেশটি। কিন্তু এ অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে চীন। তবে এবার নির্যাতনের দুর্লভ কিছু নথি ফাঁস হয়েছে। নথির তথ্য অনুসারে, জিনজিয়াংয়ে বিচ্ছিন্নতাবাদ ও উগ্রবাদ দমনে কোনো ধরনের কোনো ছাড় দেওয়া হবে না বলে নির্দেশ দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। যুক্তরাষ্ট্রের দৈনিক নিউইয়র্ক টাইমস প্রথম এই নথির বরাত দিয়ে গত রবিবার খবর প্রকাশ করছে। এ ছাড়া ফাঁস হওয়া নথির কিছু অংশ নিজেদের ওয়েবসাইটেও প্রকাশ করেছে গণমাধ্যমটি। নিউইয়র্ক টাইমসের এ প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করেনি চীনের কেন্দ্রীয় ও জিনজিয়াংয়ের প্রাদেশিক সরকার। বিদেশি বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই বলে আসছে, জিনজিয়াংয়ের ওই আটক শিবিরগুলোয় ১০ লাখের বেশি উইঘুর জাতিসত্তার মানুষকে আটক রাখা হয়েছে। এর মধ্যে অধিকাংশই মুসলমান। তবে চীনের দাবি, এগুলো আটক শিবির নয়। এগুলো সংশোধনাগার। কিন্তু সর্বশেষ ৪০৩ পৃষ্ঠার যে নথি নিউইয়র্ক টাইমসের হাতে এসেছে, তাতে চীনের  কমিউনিস্ট পার্টির বিতর্কিত অভিযান পরিচালনার অবিশ্বাস্য সব তথ্য উঠে এসেছে। উইঘুরদের জনসংখ্যা নিয়ন্ত্রণ, তাদের ওপর নজরদারি এবং শি জিন পিংসহ বিভিন্ন নেতার অপ্রকাশিত বক্তব্যও রয়েছে ওই নথিতে। এর থেকে জানা গেছে, জিনজিয়াং প্রদেশে অভিযান পরিচালনা নিয়ে কমিউনিস্ট পার্টির মধ্যেও অসন্তোষ রয়েছে। চীনের রাজনীতিকদের মধ্য থেকে অজ্ঞাত এক ব্যক্তি নথিটি ফাঁস করেছেন। তিনি আশা করছেন, এই নথি প্রকাশের ফলে শি জিন পিংসহ চীনের নেতারা বিতর্কিত অভিযানের দায় এড়াতে পারবে না।

সর্বশেষ খবর