মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভারতের নতুন প্রধান বিচারপতি বোবদে

ভারতের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি শারদ অরবিন্দ বোবদে। দেশটির ৪৭তম প্রধান বিচারপতি হিসেবে গতকাল সোমবার রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তিনি। ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত এই পদে আসীন থাকবেন বোবদে। ৬৩ বছর বয়সী শারদ অরবিন্দের জন্ম ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরে। আইনজীবী পরিবারের সন্তান তিনি। তার বাবা ছিলেন বিখ্যাত আইনজীবী অরবিন্দ শ্রীনিবাস বোবদে। ১৯৭৮ সালে মহারাষ্ট্র বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেন বিচারপতি বোবদে। মুম্বাই হাইকোর্টের নাগপুর বেঞ্চে ২১ বছর আইনজীবী হিসেবে কাজ করেছেন তিনি। বিচারপতি বোবদে অযোধ্যায় রামমন্দির নির্মাণ  থেকে গোপনীয়তার অধিকারসহ একাধিক বিখ্যাত মামলার রায়দান প্রক্রিয়ার অংশ ছিলেন।

সর্বশেষ খবর