মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইরানে অশান্তি সৃষ্টির চক্রান্ত চলছে

ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, তেলের দাম বৃদ্ধির অজুহাতে একটি চক্র দেশে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে খামেনি এ কথা বলেন। জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তেহরানসহ বেশ কয়েকটি শহরের বাসিন্দারা বিক্ষোভ মিছিল করেছেন। বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই ইরানের সর্বোচ্চ নেতা জাতীয় সম্প্রচার মাধ্যমে ভাষণ দিয়ে জনগণকে শান্ত থাকার পরামর্শ দেন।

সর্বশেষ খবর