মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

অভিবাসীদের সমান সুযোগ দিতে চান বরিস জনসন

অভিবাসীদের সমান সুযোগ দিতে চান বরিস জনসন

ব্রিটেনের অভিবাসনব্যবস্থা ঢেলে সাজানোর অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউরোপীয় ইউনিয়নের

সদস্য দেশ হিসেবে এত দিন ব্রিটেনকে ইইউ নাগরিকদের এ ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হয়েছিল। ক্ষমতায় ফিরে ব্রেক্সিট কার্যকর করে জনসন বিশ্বের সব দেশের নাগরিকের জন্য ব্রিটেনে অভিবাসনের সমান সুযোগ করে দিতে চান। সে ক্ষেত্রে ২০২১ সালের জানুয়ারি থেকে যেসব বিদেশি ব্রিটেনে বসবাসের অনুমতি পাবেন, সামাজিক ভাতা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের মতো ছাড় পেতে তাদের পাঁচ বছর অপেক্ষা করতে হবে। আগামী ১২ ডিসেম্বর আগাম নির্বাচনের প্রচার বেশ জমে উঠেছে। জনমত জরিপে প্রধানমন্ত্রী বরিস জনসনের টোরি  দল প্রধান প্রতিদ্বন্দ্বী লেবার দলের তুলনায় ১০ থেকে ১৭ শতাংশ এগিয়ে রয়েছে।

সর্বশেষ খবর