বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

হংকংয়ে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষ

বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ দুইশ বিক্ষোভকারী

হংকংয়ে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষ

হংকংয়ে পুলিশের ঘিরে রাখা পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের ভিতর এখনো ১০০ থেকে ২০০ ‘কট্টরপন্থি’ বিক্ষোভকারী অবস্থান করছেন বলে চীন নিয়ন্ত্রিত শহরটির কর্তৃপক্ষ জানিয়েছে। রবিবার রাতভর গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষের পর থেকেই পুলিশ ওই ক্যাম্পাসটি ঘিরে রাখে। ভিতরে থাকা বিক্ষোভকারীদের মধ্যে ছয়শর মতো এরই মধ্যে ক্যাম্পাসটি ত্যাগ করেছেন বলে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

মঙ্গলবার সকালে ১৮ বছরের নিচের দুই শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসটি ছাড়ে; তাদের সঙ্গে মাধ্যমিক স্কুলের অধ্যক্ষসহ শিক্ষাপ্রতিষ্ঠানের বেশ কজন কর্মকর্তাও ছিলেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। অপ্রাপ্তবয়স্কদের  নাম ও পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ তাদের ছেড়ে দিয়েছে; তবে ১৮ বছরের বেশি বয়সী বিক্ষোভকারীদের গ্রেফতার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে দাঙ্গা বাধানোর অভিযোগ আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দোষি প্রমাণিত হলে এ অভিযোগে একেকজনের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদ- হতে পারে। এর আগে রবিবার শিক্ষার্থী ও  আন্দোলনকারীদের রাত ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয় ত্যাগের নির্দেশ দিয়েছিল পুলিশ।

সর্বশেষ খবর