বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইরানের ওপর নিষেধাজ্ঞায় ছাড় নয়

মাইক পম্পেওর হুঁশিয়ারি

ইরানের ওপর নিষেধাজ্ঞায় ছাড় নয়

ভূগর্ভস্থ ‘ফোর্ডো ফুল এনরিচমেন্ট সাইট’ নামে ইরানের দ্বিতীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পুনরায় চালু করা হয়েছে। এটি চালু করার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের পারমাণবিক কেন্দ্রবিষয়ক নিষেধাজ্ঞায় আর ছাড় দেওয়া হবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সাংবাদিকদের বলেন, সন্ত্রাসবাদে বিশ্বে সবচেয়ে বেশি বিনিয়োগ করা রাষ্ট্রটির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সঠিক পরিমাণ হওয়া উচিত শূন্য। আগে থেকেই গোপনীয় হিসেবে পরিচিত ইরানের ফোর্ডোতে পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো বৈধ কারণ নেই। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক এবং ইরান নিজেই জানিয়েছে, এই মাসে তেহরান সংবেদনশীল স্থানটিতে আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি প্রত্যাহার করার পর থেকে ইরানও চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেয়। চুক্তি প্রত্যাহার করা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন বিদেশি সংস্থাগুলোকে ইরানে কাজ করতে বাধা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা মওকুফ করেছে। ফোর্ডোতে কাজ করা রাশিয়ার  রোস্যাটম সংস্থাটিও এই ছাড় পাচ্ছে। পম্পেও বলেছেন, ১৫ ডিসেম্বর নিষেধাজ্ঞা মওকুফের দিন শেষ হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় গত মাসে জানিয়েছিল, ৯০ দিনের জন্য তারা মওকুফ নবায়ন করেছে। রয়টার্স

সর্বশেষ খবর