বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

নাইজার সীমান্তে হামলায় মালির ২৪ সৈন্য নিহত

মালির উত্তরাঞ্চলে নাইজারের সীমান্তে সেনাবাহিনীর টহল দলের ওপর হামলায় মালির ২৪ জন সৈন্য নিহত ও ২৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১৭ জন জঙ্গিও নিহত হয়েছেন বলে মালি সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

দেশটির গাও অঞ্চলের তাবানকোর্ট সীমান্তের কাছে জঙ্গিদের বিরুদ্ধে মালি ও নাইজারের সেনাদের যৌথ অভিযানের সময় হামলার ঘটনাটি ঘটে। সেনাবাহিনীর মুখপাত্র দিয়ারান কোনে বলেন, হামলায় মালি বাহিনীর ২৪ জন সৈন্য নিহত ও ২৯ জন আহত হন, পাশাপাশি সামরিক সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়।   শত্রুপক্ষের ১৭ জন নিহত হয় ও সন্দেহভাজন ১০০ জনকে আটক করা হয়েছে। নাইজারের টিলোয়া থেকে সন্দেহভাজনদের আটক করা হয় বলে জানিয়েছে বিবিসি। আক্রমণকারীদের নাম বা তারা কোন গোষ্ঠীর সদস্য কর্তৃপক্ষ তা জানায়নি।

পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলের দেশগুলো ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হুমকি  মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে। এসব জঙ্গি  গোষ্ঠীর কোনো কোনোটির সঙ্গে আল কায়েদা অথবা ইসলামিক স্টেটের (আইএস) সম্পর্ক আছে। স্থানীয় নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিদ্যমান উত্তেজনা জঙ্গি সহিংসতার সঙ্গে বাড়তি উপাদান যোগ করেছে।

সর্বশেষ খবর