শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বরিস-করবিনের বিতর্কে ব্রেক্সিট ও ন্যাশনাল হেলথ ইস্যু

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচন ১২ ডিসেম্বর। এরই মধ্যে জমে উঠেছে মধ্যবর্তী এই নির্বাচনের প্রচার-প্রচারণা। নির্বাচন সামনে রেখে ১৯ নভেম্বর স্থানীয় সময় রাত ৮টায় আইটিভি আয়োজন করেছিল কনজারভেটিভ পার্টির নেতা প্রধানমন্ত্রী বরিস জনসন এবং প্রধান বিরোধীদলীয় নেতা লেবার পার্টির জেরেমি করবিনের মধ্যে মুখোমুখি বিতর্ক; যা সরাসরি আইটিভিতে প্রচার হয়। বিতর্কে প্রায় প্রতিটি প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জনসন ব্রেক্সিট ইস্যু টেনে আনেন। বিরোধীদলীয় নেতা করবিন যুক্তিযুক্ত ও সাবলীলভাবে তার উত্তর উপস্থাপন করেন। জনসন ভোটে বিজয়ী হলে জানুয়ারির মধ্যে ব্রেক্সিট সম্পন্ন করার কথা বললে করবিন উত্তরে বলেন, এটা অবাস্তব। তিনি বলেন, লেবার পার্টি ক্ষমতায় গেলে সেকেন্ড রেফারেন্ডামের মাধ্যমে ব্রেক্সিট ইস্যু নিষ্পত্তি করবে। এ ছাড়া অন্যান্য ইস্যু যেমন শিক্ষা, লিভিং ওয়েজেস, সোশ্যাল কেয়ার ও পাবলিক সার্ভিসে বরাদ্দ বাড়ানোর ব্যাপারে দুই নেতা প্রায় সহমত পোষণ করেন।

সর্বশেষ খবর