শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

নাগরিকত্ব হারালেন তেলেঙ্গানার বিধায়ক

 ভুল তথ্য দিয়ে ভোটার হওয়ার অভিযোগে ভারতের নাগরিকত্ব হারালেন তেলেঙ্গানার টিআরএস বিধায়ক রমেশ চেন্নামানেনি। বুধবার দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ কথা বলা হয়। এতে বলা হয়, ‘রমেশ চেন্নামানেনির ভারতীয় নাগরিকত্ব থাকাটা জনহিতকর নয়।’ রমেশ জার্মান নাগরিক। ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার আগে এক বছরের বিদেশ সফর করেছিলেন তিনি। অথচ আবেদনপত্রে বিষয়টি সম্পূর্ণ গোপন করা হয়েছিল। বিবৃতিতে জানানো হয়েছে, এ নিয়মবহির্ভূত কাজের জন্যই তার নাগরিকত্ব হারাতে হচ্ছে। এ দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৩ পাতার একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে। এর আগে তেলেঙ্গানার এ বিধায়কের নাগরিকত্ব নিয়ে ২০১৭ প্রশ্ন ওঠে। সে সময় কেন্দ্র থেকে তার নাগরিকত্ব বাতিল করলে রমেশ হাই কোর্টের দ্বারস্থ হন। বুধবার সে বিষয়ে ফের প্রতিবেদন দাখিল করা হলো।

 

সর্বশেষ খবর